Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে পাবনা সদর উপজেলায়  নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ১৫৭ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায়   ১২০০০ জন সদস্য রয়েছে। ২০১7-18 অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ২৫০.২৫লক্ষ টাকা, সঞ্চয়  ১০০০.২০ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ১২৫০.৪৫ লক্ষ  টাকা। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০17-18 অর্থ বছরে অডিট ফি বাবদ ১.৩৫ লক্ষ  টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে ০.৬৮ লক্ষ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ১০০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে। সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউটে ৪৭ জন সমবায়ীকে প্রশিক্ষন দেয়া হয়েছে।

এক নজরে উপজেলা অফিস

 

নাম

বাংলা

উপজেলা সমবায় অফিস

ইংরেজি

Upazila Co-operative Office

সংক্ষিপ্ত

UCO

অফিস প্রধানের পদবি

উপজেলা সমবায় কর্মকর্তা

জনবল

০৫ জন